মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ নন, দলের পক্ষে কথা বলার দায়িত্বও দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ নন, দলের পক্ষে কথা বলার দায়িত্বও দেওয়া হয়নি বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ মন্তব‌্য করেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘তিনি (এ কে আব্দুল মোমেন) অবশ্যই আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য। তবে দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তিনি আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কথা বলবেন, এমন দায়িত্বপ্রাপ্ত কেউ নন। তাকে এমন দায়িত্বও দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘বিদেশে কেউ যদি কারও সঙ্গে ব্যক্তিগত গল্প করে আসেন, সেই দায় আওয়ামী লীগের না। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়নি,’।

তথ্যমন্ত্রী বলেন, দলের ভিত জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ সবসময় সরকার পরিচালনা করছে। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না, দেশ পরিচালনার দায়িত্বও নিতে পারে না।’

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বক্তব্য ডিসটর্টেড (বিকৃত করা হয়েছে)। তিনিই জানেন, তিনি কী বলেছেন। তিনি যদি কোথাও গিয়ে কারও সঙ্গে ব্যক্তিগত আলাপ করে আসেন, সেটার দায় তার। দল বা সরকার এ দায় নেবে না। আমি মনে করি, দায়িত্বশীল পদে থাকলে দায়িত্বশীলভাবে কথা বলা দরকার। আমি নিজেও কথা বলার সময় সতর্ক থাকি।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ