মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


ছেলে শায়েখ আহমাদুল্লাহকে বাবার দুই অসিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন মহান রবের ডাকে সাড়া দিয়েছেন গত ১৮ আগস্ট বৃহস্পতিবার। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ছিলেন। ছেলে শায়েখ আহমাদুল্লাহসহ চার ছেলে দু্কই মেয়েকে তিনি অসিয়ত করে যান। অসিয়তটি শায়েখ আহমাদুল্লাহর অফিসিয়াল পেজে আজ মঙ্গলবার পোস্ট করা হয়।

পোস্টে লেখা হয় পুরাতন ফাইলে পাওয়া (৪ বছর পূর্বে লেখা) বাবার ওসিয়তনামা। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে রহমতের চাদরে আবৃত করুন।

দুইটি অসিয়ত নিন্মে দেয়া হলো।

আমি মো. দেলোয়ার হোসেন, পিতা মৃত মাওলানা সুলতান আহম্মদ, সাং পৌ: বশিকপুর, থানা চন্দগঞ্জ, জেলা লক্ষ্মীপুর

১. আমার চার ছেলে ২ মেয়ে তোমাদের উপর আমার দাবি-আমানত তোমরা সকলে দীনের উপর পুরাপুরি চলবে। তোমাদের সন্তানদের প্রত্যেককে কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করবে।

২. আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে। তাদের হক-পাওনা থাকলে পরিশোধ করবে। পাড়া-প্রতিবেশীদের সাথে হক পুরা করবে। তাদের দীনের দাওয়াত দিবে। বেহুদা সময় নষ্ট করবে না। আল্লাহর জিকিরে মশগুল থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ