মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


ঢালকানগরের খানকাহে এমদাদিয়া আশরাফিয়ায় মাসিক ইজতেমা ও শবগুজারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢালকানগরের খানকাহে এমদাদিয়া আশরাফিয়ায় মাসিক ইজতেমা ও শবগুজারী অনুষ্ঠিত হবে।

আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার রাজধানী ঢাকার ঢালকানগরে অবস্থিত এমদাদিয়া আশরাফিয়ায় এ মাসিক ইজতেমা ও শবগুজারী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শবগুজারীতে বাদ এশা নসিহত পেশ করবেন খতিবুল ইসলাম, আরেফবিল্লাহ হযরত মাওলানা মুফতি জাফর আহমাদ (পীর, ঢালকানগর, ঢাকা)

খানকাহ থেকে জানানো হয়েছে, আগত সব মুসল্লিদের জন্য মেহমানদারী ও রাতে থাকার ব্যবস্থা আছে। মা-বােনদের শরঈ পর্দার সহিত সম্পূর্ণ আলাদাভাবে বয়ান শােনার ও রাতে মেহমানদারীর সুব্যবস্থা আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ