মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) কোম্পানির প্রায় দুইশ’ কোটি টাকা আত্মসাৎ করা পি কে হালদারের ২ নারী সহযোগীকে দেশত্যাগের সময় গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৪ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন।

তিনি বলেন, পিএলএফএসএল কোম্পানির প্রায় দুইশ’ কোটি টাকা আত্মসাৎকারী পি কে হালদার ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বন্দি। তার দুই নারী সহযোগী বাংলাদেশ ছাড়তে চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে তাদের ওপর র‍্যাবের গোয়েন্দা নজরদারি চলছিল। এরই ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে গ্রেফতার করা দুই নারীর নাম প্রকাশ না করা হলেও এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এদিকে, হাজার হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পি কে হালদারসহ ৬ জনকে চলতি বছরের ১৪ মে কলকাতার বৈদিক ভিলেজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন তার বান্ধবী, আপন ভাই ও দুই ভাগ্নে।

পরে তাদের দুই দফায় ১৩ দিনের রিমান্ডে নেয় ইডি। তারা ৯২ দিন ধরে বন্দি রয়েছেন। তাদের ‌আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর ও দায়রা আদালতের বিচারক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ