মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


সাবেক ইসি মাহবুব তালুকদার আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার আর নেই। আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবু্ব।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহবুব তালুকদার। মাঝে দেশের বাইরে নিতে  চাইলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নেয়া সম্ভব হয়নি।

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব তালুকদার। সে সময় কমিশনের সাথে নানা সময় বিভিন্ন কারণে কমিশন বৈঠক বর্জন, নোট অব ডিসেন্ট প্রদান ও সংবাদ সম্মেলন করে পুরো পাঁচ বছর আলোচনায় ছিলেন তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ