বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

গুমের ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্ত চায় বিএনপি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের তত্ত্বাবধায়নে বাংলাদেশের গুমের ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান (হাইকমিশনার) এখানে এসেছিলেন, তিনি পরিষ্কার ভাষায় বলে গেছেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। গুমের অভিযোগ আছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’

আমরাও আজকে এই গুম পরিবারের সঙ্গে একাত্ম হয়ে দাবি করছি, জাতিসংঘের অধীনে অবিলম্বে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে। অন্যথায় ওই সমস্ত সরকার প্রধান, যারা অতীতে গুম করেছে তাদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে আপনাদেরকেও সেভাবে বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘আজকে গুম হওয়া পরিবার যারা এসেছে এখানে তাদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, তোমরা একা নও। তোমাদের সঙ্গে সারা বাংলাদেশের মানুষ আছে, তোমাদের জন্য সারা বাংলাদেশের মানুষ লড়াই করবে।’

আজকে আমাদের এই সন্তানদের (গুম হওয়া পরিবার) মুখে হাসি ফোটানোর জন্য, তাদের বাবাকে, ভাইকে, ছেলেকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে মানুষকে সঙ্গে নিয়ে।

তিনি বলেন, আমাদের যে আন্দোলন হচ্ছে সারাদেশে তা দেখে তারা কিন্তু এখনই ভয় পেয়ে গেছে। আবার সেই লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়েছে। কোনো লাঠিয়াল বাহিনীতে কাজ হবে না। মানুষ জেগে উঠেছে। আমরা আহ্বান জানাচ্ছি তরুণ যুবকদেরকে। সবাই এগিয়ে আসুন দেশকে রক্ষা করার জন্য, আমার এই শিশুর বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য, ভাইদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ