বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

মুফতী ইবরাহিম খাঁনের ইন্তেকালে চরমোনাই পীরের মাগফিরাত কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদরাসার প্রধান মুফতি ও দেশবরেণ্য ওয়ায়েজ আল্লামা ইসমাইল খাঁন সাহেবের শ্রদ্ধেয় পিতা মুফতী ইবরাহিম খাঁন রহ. এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই মাগফিরাত কামনা করেছেন।

মুফতিয়ে আযম আল্লামা ফয়জুল্লাহ রহ. এর নাতনি জামাই ও হাতেগড়া শাগরেদ, মেখল মাদরাসার প্রবীণ উস্তাদ ও প্রধান মুফতী আল্লামা ইবরাহিম খাঁন সাহেব (রহ.) গত মঙ্গলবার ১২.০০ টার সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক শোক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, মুফতী ইব্রাহিম খাঁন সাহেব রহ. ইসলামী ফিকাহ্ শাস্ত্রে দেশের একজন অন্যতম ফকীহ ছিলেন। তিনি ছিলেন মুফতিয়ে আযম আল্লামা ফয়জুল্লাহ রহ. এর হাতেগড়া শাগরেদ।কুরআন সুন্নাহ্ অনুসরণ অনুকরণ ও বিদআত বর্জনে তিনি ছিলেন অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব। ওয়াজ, নসিহত ও লেখনীর মাধ্যমে সমাজে প্রচলিত শিরক, বিদআত ও সামাজিক কুসংস্কারের মূল উৎপাটনে তিনি ছিলেন মুফতিয়ে আযম রহ. এর বাস্তব প্রতিচ্ছবি। তিনি হাদিসের ব্যাখ্যা, শিরক-বিদাআতসহ দরসে নেজামীর বিভিন্ন বিষয়ে অনেক কিতাব রচনা করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত খোদাভীরু, সহজ সরল, উত্তম চরিত্রের অধিকারী, সুশৃংখল ও আকাবির আসলাফের বাস্তব প্রতিচ্ছবি ছিলেন। তাঁর ইন্তেকালে জাতি একজন দ্বীনের একনিষ্ঠ আলেম, সুন্নাতে রাসুলের বাস্তব নমুনা ও ইসলামী ফিকাহ্ শাস্ত্রের বিজ্ঞ মুফতি ও একজন প্রকৃত জ্ঞান সাধক হারালো। তাঁর শূণ্যতা কখনো পূরণ হওয়ার নয়। পীর সাহেব চরমোনাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবার, শাগরেদ ও সকল শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ