মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


নতুন তথ্য সচিব হুমায়ুন কবীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করেছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

শিল্প সচিব জাকিয়া সুলতানাকে সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে নিয়োগ দিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটি বাতিল করা হয়েছে। তথ্য সচিব মকবুল হোসেনকে গত ১৬ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেনকে জ্যেষ্ঠ সচিব করে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছিল, সেই প্রজ্ঞাপনটিও বাতিল করা হয়েছে। কামাল হোসেনকে জ্যেষ্ঠ সচিব করে বর্তমান বিভাগেই রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিম।

এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলির আদেশাধীন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুশফিকুর রহমানকে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ