মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


মুফতি নূরুল আমীনের ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ির প্রিন্সিপাল মুফতি নূরুল আমীনের ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসান শোক প্রকাশ করেছেন।

আওয়ার ইসলামে পাঠানো এক শোক বার্তায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সহকারী মহাসচিব, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার শায়খুল হাদীস মুফতী নূরুল আমীনের ইন্তেকালে গভীর শােক প্রকাশ করেছেন উত্তরবঙ্গে সফররত বাংলাদেশ কওমী মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

উত্তরবঙ্গ হতে এক শােকবার্তায় তিনি বলেন, মুফতী নূরুল আমীন রহ. ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। কওমী সনদের স্বীকৃতি বাস্তবায়নে মুফতী নূরুল আমীন রহ. উল্লেখযােগ্য অবদান রেখেছেন। তার মেধা ও কর্মদক্ষতায় দেশের কওমী অঙ্গনে ব্যাপক কল্যাণ সাধিত হয়েছে।

আল্লাহ তায়ালা তার দ্বীনি খেদমতগুলাে কবুল করুন এবং তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ