মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


মুফতী নুরুল আমীনের ইন্তিকালে মুফতি আরশাদ রাহমানীর শােক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার (ফরিদাবাদ মাদরাসা) নায়েবে মুহতামীম ও শাইখুল হাদিস, বেফাকের সহকারী মহাসচিব মুফতি নুরুল আমীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তানযিমুল মাদারিস উত্তরবঙ্গ’র সভাপতি ও ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা’র মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী।

শোকবার্তায় মুফতি আরশাদ রাহমানী বলেন, মুফতি নুরুল আমীন রহ. ছিলেন দেশের প্রবীণ আলেমদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে আলেম সমাজের যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি দেশও একজন শিক্ষাবিদ হারিয়েছে।

তিনি বলেন, মুফতি নুরুল আমীন রহ. এর মতো দ্বীনি কাজের এমন মেহনতী মানুষ বিরল। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা কোনভাবেই পুরণ হবার নয়। আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ, সহযোদ্ধা, ছাত্র ও মুহিব্বিনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ