সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যান চলাচল বন্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যান চলাচল বন্ধের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শনিবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবির সাবেক শিক্ষকের গাড়ি চাপায় এক নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় তারা৷

এসময় তাদের হাতে 'শুক্র ও শনিবার ক্যাম্পাসকে পার্কে রূপান্তর চাই না', 'নিরাপদ ক্যাম্পাস চাই, এটা বিশ্ববিদ্যালয় কোনো পার্ক নয়', 'বহিরাগত গাড়ি ক্যাম্পাসে চলাচল বন্ধ চাই' এসব স্লোগান সম্বলিত লেখা দেখা যায়।

সমাবেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঢাবি শাখার সভাপতি রিফাত জাহান শাওন বলেন, বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় নেই, এটা একটা পার্কে পরিণত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় যেন পার্কে পরিণত না হয়, বহিরাগত যান যেন বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচল না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সেই ব্যবস্থা করা।

তিনি জানান, এই ঘটনার যেনো আর কোনো পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি দাবি।

এদিকে এই ঘটনায় নিহত নারীর রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। শাহবাগ থানার ডিউটি অফিসার কামরুন্নাহার কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার ভোররাতে ঐ শিক্ষকে আসামি করে জাকির হোসেন নিরাপদ সড়ক আইনে মামলা করেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ