সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী

নয়াপল্টনের ঘটনায় অন্তত ৪৯ জন পুলিশ সদস্য আহত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় অন্তত ৪৯ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সংঘর্ষে পুলিশের ৪৯ জন সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের ৪২টি সেলাই পড়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজারবাগ পুলিশ হাসপাতাল পরিদর্শনে এসে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গতকাল (বুধবার) বিএনপি কর্মীরাই মারমুখী ছিলেন, তারা ইটপাটকেল ছুড়েছেন। পুলিশ পাল্টা পদক্ষেপ নিলে সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ৪৯ জনের মতো পুলিশ সদস্য আহত হয়েছেন। ডিসি মতিঝিলের সারা শরীরে পেটানোর দাগ আছে। অনেকেরই গায়ে স্প্লিন্টারের দাগ। পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে। কোথা থেকে ককটেল বোমা এসেছে, তা তদন্ত করতেই বিএনপির অফিসে তল্লাশি চালানো হয়।

এ সময় ঢাকার পরিস্থিতি নাজুক হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরিস্থিতি নাজুক হয়নি। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে তাতে বাধা দেয়া হবে না। তবে কোনোভাবেই রাস্তায় সমাবেশ হবে না।

পুলিশ বিএনপি অফিসে ককটেল নিয়ে রেখেছে বিএনপির এমন দাবিকেও নাকচ করেন মন্ত্রী। বলেন, এতো বিশাল পরিমাণে চাল-ডাল ও পানির বোতল আনার কারণ কী? এর পেছনের কারণ হলো, বিএনপি সমাবেশের নামে রাস্তায় বসে পড়বে। এটা পুলিশ নস্যাৎ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ