সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

গোপালগঞ্জ উলামা পরিষদ’র আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জ উলামা পরিষদ-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত পর্যন্ত মদিনাতুল উলুম মাদরাসার পার্শ্ববর্তী নিলামাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ উলামা পরিষদ-এর সভাপতি মুফতি মাহমুদুল হাসান।

বিদেশী মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন মক্কা শরীফ থেকে আগত শায়েখ ওমর বিন আব্দুল হাফিজ মক্কী, মদিনা শরীফ থেকে আগত শায়েখ আহমাদ বিন আব্দুল অহিদ মাদানী, দারুল উলুম দেওবন্দের সম্মানিত সিনিয়র উস্তাদ মাওলানা মুজাম্মিল সাহেব বাদায়ূনী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

আমন্ত্রিত মাশায়েখ ও ওয়ায়েজীনে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর হামিদুর রহমান, মুফতি জসিম উদ্দিন (হাটহাজারী), মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা কবিরুল ইসলাম (কোটালীপাড়া), মাওলানা আবুল বাশার মুহা. সাইফুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান (গোপালগঞ্জ), মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব, মধুপুর), মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক, মুফতি জাফর আহমাদ (ঢালকানগর), মাওলানা নুরুল হক (বাঁশবাড়িয়া), হযরত মাওলানা মুশতাকুন্নবী, মাওলানা হেলালুদ্দিন (ফরিদপুর), মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা আকরাম আলী (বাহিরদিয়া), মাওলানা হাফেজ ইসমাঈল ইবরাহীম, মাওলানা মুশতাক আহমাদ (দারুল উলুম, খুলনা), মাওলানা আনোয়ারুল করীম (যশোর), মুফতি মুজিবুর রহমান (দড়াটনা, যশোর), মাওলানা নুরুল হক (কাশিয়ানী), মাওলানা নিয়ামাতুল্লাহ ফরিদী (জামিয়াতুস সুন্নাহ), মাওলানা নাসির আহমাদ, মাওলানা আনিসুজ্জামান (পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমী ইফাবা), মাওলানা মুফতি ইয়াহইয়া (মাসনা মাদরাসা), মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা উবাইদুর রহমান মাহবুব (বরিশাল), মাওলানা আলী আহমাদ (চণ্ডিবর্দী, মাদারীপুর), মাওলানা মুফতি মাসুম বিল্লাহ (দৌহিত্র, সদর সাহেব রহ.)।

গোপালগঞ্জ উলামা পরিষদ-এর সাধারণ সম্পাদক মুফতী শুয়াইব ইবরাহীম গতকালের আন্তর্জাতিক ইসলামী সম্মেলন বিষয়ে বলেন, সদ্য গঠিত গোপালগঞ্জ জেলার সর্বস্তরের ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম উলামা পরিষদ গোপালগঞ্জ এর উদ্যোগে গোপালগঞ্জের মাটিতে স্মরণকালের ঐতিহাসিক এই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনের বিশেষ আকর্ষণ ছিলো বিদেশি মেহমানগণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরামের মধ্যে আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী হিজবুত তাওহিদের ভ্রান্ত আকিদা নিয়ে আলোচনা করেছেন। মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক কাদিয়ানি ফেতনা থেকে মুসলমানদের ইমান হেফাজতের বিষয়ে আলোচনা করেছেন। মুফতি মুস্তাকুন্নাবী ও মাওলানা শরীফ মুহাম্মদ বিতর্কিত শিক্ষাসিলেবাস নিয়ে আলোচনা করেছেন। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরাম সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ