শনিবার, ২৯ মার্চ ২০২৫ ।। ১৫ চৈত্র ১৪৩১ ।। ২৯ রমজান ১৪৪৬

শিরোনাম :
জুমার সময় ভূমিকম্প, মসজিদ ধসে নিহত অন্তত ২০ ক্ষমা করে দেই ; ক্ষমা নিয়ে নেই ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, থাইল্যান্ডে ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ কাবা প্রাঙ্গণে টানা ৩৫ বছর কোরআন খতমের রেকর্ড গড়বেন যিনি শরহে বেকায়ায় ১ম স্থান নারায়ণগঞ্জের জামিআ উম্মে মুআয তা'লীমুননিসা’র  হিফজুল কুরআনে সারাদেশে প্রথম গাজীপুরের বাইতুল হিকমাহ’র শিক্ষার্থী মু’তাসিম বিল্লাহ  ৩ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ এবং জুন মাসে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আহত নূরুল করীম আকরামের খোঁজ নিতে হাসপাতালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মেশকাতে ১ম স্থানসহ ঈর্ষণীয় সাফল্য ফাতিমাতুযযাহরা’র আলেমদের নানা পেশা

শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহী জোর আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বিন সাবের আলী:

শরীয়তপুরের খানকায়ে হাফেজ্জি হুজুর রহ. নশাসন-এর উদ্যোগে বার্ষিক ইসলাহী জোর অনুষ্ঠিত হবে আগামীকাল (১৬ই নভেম্বর রোজ শনিবার), ইনশাআল্লাহ।

স্থান : খানকায়ে হাফেজ্জি হুজুর রহ., খান মঞ্জিল নশাসন, নড়িয়া, শরীয়তপুর।

সকাল ৯ টা থেকে শুরু হয়ে আসর পর্যন্ত উক্ত ইসলাহি জোরের কার্যক্রম চলবে। ইফতিতাহী  বয়ান ও মুজাকারার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে  জিকিরের আমল, তাসাউফের মুজাকারা, নামাজের আমলী মাশক, সুরা-কেরাত এবং দোয়া-মাসায়েলের তালিম এর আমল চলতে থাকবে। খানকার শাইখ মুহতারাম নাজেম সাহেব দামাত বারাকাতুহুমের আখেরী দোয়ার মাধ্যমে মাগরিবের আগেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

মহতি এই ইসলাহী মাহফিলটির পুরো আয়োজনে সভাপতিত্ব করবেন খানকায়ে হাফেজ্জি হুজুর রহ. নশাসন-এর সম্মানিত নাযেম, সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া শান্তিধারা মাদ্রাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ.- এর সুদীর্ঘকালের সোহবতপ্রাপ্ত খলিফা, পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ কামাল উদ্দিন কাসেমী দামাত বারাকাতুহুম।

এছাড়াও উক্ত মহতি ইসলাহি জোরে নসিহত পেশ করবেন শরীয়তপুর জেলার স্থানীয় উলামায়ে কেরামসহ দেশবরেণ্য ওলামা ও মাশায়েখবৃন্দ।

উক্ত ইসলাহি জোরে সারা দেশবাসীকে সবান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন খানকায়ে হাফেজ্জি হুজুর রহ. নশাসনের সম্মানিত নাজেম হযরত দামাত বারাকাতুম। উক্ত এসলাহী জোরকে আল্লাহ রাব্বুল আলামীন যেন ভরপুর সফলতা দান করেন সেজন্য সকলের কাছে তিনি বিনীত দোয়ার আবেদন করেছেন।

সার্বিক যোগাযোগ :

০১৬৭২-৯১৫৭৫৬ (মুহতারাম নাযেম সাহেব দা.বা.)

০১৯৩৪-৮২৬৪৭৫ (ইবরাহিম খলিল শরিয়তপুরী)

০১৯৩৩-৫৮১৮০০ (আল আমিন বিন সাবের আলী

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ