বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ।। ৪ বৈশাখ ১৪৩২ ।। ১৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
২৩ এপ্রিল ভারতের দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক খেলাফত মজলিসের শোভাযাত্রায় অংশ না নেওয়ায় ইবির খালেদা জিয়া হলের ছাত্রীদের খাবার বন্ধ বানিয়াচংয়ে বোরো ধান কাটার উৎসব পদ্মার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষের চিকিৎসা সেবা শামীমাবাদ মাদরাসায় দাওরায়ে হাদীস জামাত ও ইফতেতাহী সবকের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ আস-সুন্নাহর মাধ্যমে আবদুর রশিদের ভাগ্য ফেরার গল্প এবার ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ জামাত আমির ও মার্কিন কূটনীতিকের বৈঠক: নির্বাচন ও মানবাধিকার নিয়ে আলোচনা দেশের চলমান পরিস্থিতিতে সমমনা ইসলামী দলসমূহের বৈঠক অনুষ্ঠিত

কল্যাণ রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক সেমিনার আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কল্যাণ রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক সেমিনার আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাল বেলা ১১টায় রাজধানীর ডেমরা কোনাপাড়ায় অবস্থিত ফুড প্লেস রেস্তোরা এন্ড পার্টি সেন্টারে (২য় তলা) এ সেমিনার অনুষ্ঠিত হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কোনাপাড়া, ডেমরা ৬৪ নং ওয়ার্ড উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুফতি রেজাউল করীম আবরার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা ইউনুস ঢালী, শাইখুল হাদীস আল্লামা তাজুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মাদ ইবরাহিম, ড. মাহবুবুর রহমান মোল্লা, মুফতি রফিকুল ইসলাম আশরাফী, জনাব এম.ডি উবাইদুল্লাহ নয়ন, মাওলানা মুহাম্মাদ মোরশেদ আলী, জনাব মুহাম্মাদ শফিকুল ইসলাম, মাও. মাহবুবুর রহমান জিহাদী, জনাব মুহাম্মাদ গোলাম মোস্তফা, মুফতি আনিসুর রহমান কাসেমী, মাওলানা রশিদ আহমদ।

সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখবেন মুফতি মাসুম বিল্লাহ হামিদী।

সঞ্চালনায় থাকবেন মুফতি মহিউদ্দীন রাহমানী, মুফতি সাইফুল ইসলাম মাহদী ও মাওলানা হুসাইন আহমাদ।

সভাপতিত্ব করবেন: মুফতি জিল্লুর রহমান, সভাপতি-জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কোনাপাড়া শাখা, ডেমরা, ঢাকা।

এছাড়া, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাব মুহাম্মাদ এমদাদুল হক,জনাব আব্দুল লতিফ খান মিনু, জনাব মুহাম্মাদ আব্দুল হাকিম, জনাব ইসমাইল ভুইয়া তুহিন, জনাব এম. এইচ মোস্তফা, জনাব মুফতী মুতাসিম বিল্লাহ, জনাব মোস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা মুত্তাকি বিল্লাহ, জনাব মুহাম্মাদ মাসউদ আলম, জনাব মুহাম্মাদ শহিদুল্লাহ, হাফেজ মাও. গিয়াসুদ্দীন ফয়সাল, জনাব মুহাম্মাদ মুনিরুস সালেহীন, মুফতি আনিসুর রহমান, হাফেজ মাওলানা মুফতি লোকমান হুসা. আমিনী, মুফতি দিলাওয়ার হুসাইন, মুফতি ইনামুল হাসান, মুফতি হাফিজুর রহমান মাওলানা মাহফুজ রহমান মুফতি আমিনল ইসলাম, মাওলানা আকরাম হুসাইন. মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা ফিরোজ আহমদ, মুফতী ফিরোজ আলম, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম ও হাফেজ ক্বারী হুসাইন প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ