বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ।। ৪ বৈশাখ ১৪৩২ ।। ১৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
২৩ এপ্রিল ভারতের দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক খেলাফত মজলিসের শোভাযাত্রায় অংশ না নেওয়ায় ইবির খালেদা জিয়া হলের ছাত্রীদের খাবার বন্ধ বানিয়াচংয়ে বোরো ধান কাটার উৎসব পদ্মার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষের চিকিৎসা সেবা শামীমাবাদ মাদরাসায় দাওরায়ে হাদীস জামাত ও ইফতেতাহী সবকের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ আস-সুন্নাহর মাধ্যমে আবদুর রশিদের ভাগ্য ফেরার গল্প এবার ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ জামাত আমির ও মার্কিন কূটনীতিকের বৈঠক: নির্বাচন ও মানবাধিকার নিয়ে আলোচনা দেশের চলমান পরিস্থিতিতে সমমনা ইসলামী দলসমূহের বৈঠক অনুষ্ঠিত

মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মতিঝিল থানাধীন ইমামগণের উপস্থিতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর  পল্টন জোনের মতিঝিল থানার কমিটি গঠিত হয়। 

গত ২৭ নভেম্বর রোজ বুধবার জামিয়া দারুল উলুম মতিঝিল মাদরাসায়  ইমামগণের এক বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মতিঝিল থানার নতুন কমিটি গঠিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন মতিঝিল সরকারি কলোনী (পীর জঙ্গী) জামে মসজিদের খতিব মুফতি জুবায়ের আহমদ।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ ইউসুফ।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি ইসহাক মাহমুদ রফিকী। প্রচার সম্পাদক মুফতি উবায়দুর রহমান হাম্মাদ।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ কমলাপুর জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ ওমর ফারুক। সহকারী সাধারণ মুফতি মনজুরুল হক। অর্থ সম্পাদক মাওলানা আখতার হুসাইন। দফতর সম্পাদক মুফতি আনিসুর রহমান। দাওয়াহ সম্পাদক কারী ইমদাদুল্লাহ প্রমুখ।

প্রসঙ্গত, ঢাকা মহানগরের পল্টন জোনে ৬টি থানা রয়েছে, পল্টন, মতিঝিল, রমনা, শাহবাগ, ওয়ারি ও হাতিরঝিল। পাঁচটি থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ওয়ারী থানার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর পল্টন জোনের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ