শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা 'ধরা পড়লে বলবা আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, বিএসএফ তাড়া দেয়ায় আবার চলে আসছি' ‘একটি মশা আনো’- শব্দের পেছনে গা শিউরে ওঠার মতো বর্বরতা দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার আগামীকাল ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক মায়ের চোখের সামনে ট্রাক চাপায় শিশুর মৃত্যু ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে শিশির মনিরের ১০ পরামর্শ ঝিনাইদহে ছাত্রশিবিরের কুরআন পাঠ প্রতিযোগিতা নোয়াখালীতে আন-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এজেন্সির মালিকদের সঙ্গে সৌদি হজ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান পরিচালকের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লাহর ঘরের মেহমান হাজিদের সেবা করতে পেরে আমরা গর্বিত। আর বাংলাদেশি হাজিদের আমি আমার পরিবারের সদস্য মনে করি। তারা যেমন সেবা পেলে খুশি হবেন, যে খাবারে তারা অভ্যস্ত; সেভাবেই ব্যবস্থা করা হবে। বিশেষ করে মিনার তাঁবু ও আরাফাতের ময়দানে তাদের খাবার ও যাতায়াতের বাস পেতে যেন কোনো ধরনের সমস্যা না হয়- সেদিকে বিশেষ নজর থাকবে। এ জন্য অতিরিক্ত লোকবলও নিয়োগ করা হবে। এক কথায়, হাজিদের স্বাচ্ছন্দ্য ও আরামের প্রতি খেয়াল রেখে যাবতীয় সেবা দেওয়া হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে পল্টনস্থ ফারস হোটেলে সৌদি আরবের এম মিলেনিয়াম হজ সার্ভিসেস কোম্পানির পরিচালক আদনান মোহাম্মদ তাহের সাফিরুদ্দিন হজ এজেন্সির মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সভায় উপস্থিত হজ এজেন্সির মালিকরা হজের আনুষ্ঠানিকতা পালনের পাঁচ দিন মক্কা থেকে মিনা, আরাফাত ও মুজাদলিফায় গমন, চলাচলের সময় বাস সার্ভিস এবং খাবার নিয়ে নানা দাবি জানালে তিনি বলেন, কিছু বিষয়ে তার করণীয় আছে, সেগুলো তিনি পূরণ করবেন। আর কিছু বিষয় নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে কাজ করবেন।

হাজি মোহাম্মদ ফুরকানের সভাপতিত্বে ও মাওলানা তাজুল ইসলাম আশরাফী এবং মাওলানা হেদায়াতুল্লাহ হাদীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রায় শতাধিক হজ এজেন্সির মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সৌদি আইকন কোম্পানির সামি জামিল আবদুস সালাম আবদুল্লাহ ও ফয়সাল আহমেদ আল মায়মুনি।

অনুষ্ঠানে আরবিতে স্বাগত বক্তব্য রাখেন দি সিটি ট্রাভেলসের ব্যবস্থাপনা অংশীদার হাফেজ মাওলানা নূর মোহাম্মদ।

বক্তব্যে তিনি বাংলাদেশি হাজিদের বয়সের প্রতি লক্ষ্য রেখে সেবা দেওয়ার আহবান জানিয়ে বলেন, পবিত্র ভূমিতে হাজিদের সর্বোচ্চ মেহমানদারি নিশ্চিত করতে কাজ করি আমরা। যথাসময়ে যথাযথ বাসস্থান, নিরাপদ যাতায়াত, খাবার সংগ্রহ ও বিতরণ, হজের সার্বিক আমলগুলো সঠিক সময়ে সঠিক নিয়মে হচ্ছে কি না তা তদারকি করাসহ জামারাতে পাথর নিক্ষেপ ও মিনার তাঁবুগুলোর সঠিক ব্যবস্থাপনা সুনিশ্চিত করে থাকি। বিশেষ করে আরাফার দিন আরাফাতের ময়দানে আমাদের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে হাজিদের সেবা করতে হয়। এমতাবস্থায় কোনো ধরনের বিশৃঙ্খলা হলে, তা অনেক কষ্টের কারণ হয়ে যায়। এদিকে সৌদি কোম্পানি কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে তিনি।

উন্নত হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আরও বক্তব্য রাখেন- সেন্ট্রাল ট্রাভেলস এন্ড ট্যুরসের মাওলানা মতিউর রহমান গাজীপুরী, রাজশাহী ট্রাভেলসের মুফতি মুস্তাফিজুর রহমান, গালফ এয়ার ট্রাভেলসের মাওলানা ফজলে এলাহি, বাংলাদেশ এয়ার ট্রাভেলসের মাওলানা জাহিদ আলম, মদিনা স্টার ট্যুর ট্রাভেলসের গোলাম মাহমুদ ভূইয়া মানিক, কসমিক এয়ার সার্ভিসের নুরুল ইসলাম শাহিন, মক্কা মদিনা ট্যুরস এন্ড ট্রাভেলসের মাওলানা মাসুদুর রহমান, এসএস ইন্টারন্যাশনালের কামাল উদ্দিন দিলু, তায়্যেবা ট্যুরস এন্ড ট্রাভেলসের কাজী রাসেল আহমেদ, কেরামতিয়া এয়ার ট্রাভেলসের আলহাজ্ব আব্দুল গাফফারসহ অন্যান্য হজ এজেন্সির মালিকরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

সৌদি মেহমানদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন মাওলানা রহমতে এলাহী আরমান।

অনুষ্ঠানে সৌদি হজ ম্যানেজমেন্ট সার্ভিস মিলেনিয়াম কোম্পানির কর্মকর্তা হাজি মোহাম্মদ ফুরকান বলেন, আমাদের কোম্পানি হাজিদের চোখের পানি দেখতে চায় না। আপনাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি।

অনুষ্ঠানে আদনান বিন মোহাম্মদ তাহের বিন আবদুল আজিজ সাফিরুদ্দিনকে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেন হাফেজ নূর মোহাম্মদ ও মাওলানা মতিউর রহমান গাজীপুরীসহ অন্যরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ