সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ঐশ্বরিয়াকে ইসলামে দীক্ষিত করে বিয়ের ঘোষণা পাকিস্তানি মুফতির ‘আগামীতে সংসদ-সচিবালয় সব চলবে কোরআন দিয়ে’ বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় কানাডা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ নৌবাহিনী বিডিআর হত্যায় দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা লন্ডনে জমিয়ত নেতাদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল জাতীয়করণ হচ্ছে ৫৫০ ইমাম-মুয়াজ্জিনের চাকরি বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতা

কাল পয়ামে ইনসানিয়াতের জাতীয় দাওয়াহ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াতি ও ইসলাহি সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের উদ্যোগে রাজধানীতে কাল শুক্রবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় দাওয়াহ সম্মেলন-২০২৫।

জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিকেল ৩টায় শুরু হবে এ সম্মেলন।

শায়খ মাওলানা মুহাম্মাদ সালমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মুফতি মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

আলোচনা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুর রহমান আনওয়ারী, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা যাইনুল আবিদীন, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা আলী হাসান উসামা, ডা. শামসুল আরেফিন শক্তি, শায়খ মুহিউদ্দীন ফারুকী, মুফতি জুবায়ের আহমদ, মুফতি আহমাদুল্লাহ আব্বাস, মাওলান লিয়াকত আলী, মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, মাওলানা জুলফিকার আলী নদভী খলীফা, মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা ইমতিয়াজ আলম, মুফতি তালহা ইসলাম, মুফতি মুজিবুর রহমান কাসেমী, ড. আতিক মুজাহিদ, মাওলানা সোহরাব হুসাইন প্রমুখ।

সংগঠনের আমির ডক্টর শহীদুল ইসলাম ফারুকী দাওয়াহ সম্মেলনে সকলের উপস্থিত কামনা করে বলেন, ‘এ সম্মেলন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি গুরুত্বপূর্ণ আয়োজন। যেখানে আমরা জ্ঞানের সঠিক মর্মবাণী এবং সমাজের কল্যাণে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করব।

তিনি আরও বলেন, ‘সম্মেলনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আলেম-ওলামা এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করবেন। আমাদের এই আয়োজনের মাধ্যমে ইসলামের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি এবং সমাজে শান্তি, সৌহার্দ্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হবে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ