শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা 'ধরা পড়লে বলবা আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, বিএসএফ তাড়া দেয়ায় আবার চলে আসছি' ‘একটি মশা আনো’- শব্দের পেছনে গা শিউরে ওঠার মতো বর্বরতা দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার আগামীকাল ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক মায়ের চোখের সামনে ট্রাক চাপায় শিশুর মৃত্যু ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে শিশির মনিরের ১০ পরামর্শ ঝিনাইদহে ছাত্রশিবিরের কুরআন পাঠ প্রতিযোগিতা নোয়াখালীতে আন-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হজ ওমরাকেন্দ্রিক জটিলতা নিরসন করতে হবে : হাব ওলামা সোসাইটি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ এজেন্সিজ এসোসিয়েশন (হাব) সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার আকস্মিক ওমরার ভিসা বন্ধ এবং হজযাত্রীদের ন্যূনতম ১৫ বছর বয়সসীমা নির্ধারণের কারণে সৃষ্ট জটিলতা নিরসনে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। আজ রবিবার রাজধানীর বিজয়নগরের একটি রেস্টুরেন্টে হাব ওলামা সোসাইটি আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাব সভাপতি আরো বলেন, রমজানে ওমরার প্যাকেজ নির্ধারণ করে এজেন্সিগুলি টিকেট ক্রয় এবং মক্কা-মদীনায় হোটেল বুক করে রেখেছে। এখন ওমরার ভিসা বন্ধ করার কারণে হাজার হাজার মানুষ ওমরায় যেতে পারছেন না। এর ফলে এজেন্সিগুলি বিপুল ক্ষতির মুখে পড়েছে। অবিলম্বে এই সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ নিতে হবে এবং এয়ার লাইন্সগুলোর পক্ষ থেকে টিকেটের টাকা ফেরত দিতে হবে।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সৌদি সরকার কর্তৃক হজযাত্রীদের বয়সসীমা সর্বনিম্ন ১৫ নির্ধারণ করে দেয়ার ফলে কয়েক হাজার হাজি হজে যেতে পারবে না। কারণ অনেকেই সপরিবারে হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছে, যেখানে তার ১৫ বছরের নিচের সন্তানও রয়েছে। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে। হাব নেতৃবৃন্দ আরও বলেন, ২০ মার্চের মধ্যে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার নির্দেশনা বাতিল করতে হবে। তারা বিক্রিত টিকেটের কমিশন পূর্বের ন্যায় পুনর্বহাল এবং হজ লাইসেন্স নবায়নের পর তা হাব এর মাধ্যমে বিতরণের দাবি জানান।

নবনির্বাচিত হাব সহ-সভাপতি ও হাব ওলামা সোসাইটি সভাপতি হাফেজ নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে হাবের নবনির্বাচিত কেন্দ্রীয় ও আঞ্চলিক দায়িত্বশীলদের সম্মাননা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন হাবের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ইয়াকুব শরাফতি, আব্দুল হামিদ, জাহিদ আলম, এম এন এইচ খাদেম দুলাল, জুনায়েদ গুলজার, নূর আহমদ, মতিউর রহমান গাজীপুর, মাওলানা হানজালা, হেদায়েতুল্লাহ হাদী, তাজুল ইসলাম, আহমদ বিন নূর, মাওলানা তোফায়েল আহমদসহ সোসাইটির সদস্য এবং বিভিন্ন এজেন্সির সত্ত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ