সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘আগামীতে সংসদ-সচিবালয় সব চলবে কোরআন দিয়ে’ বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় কানাডা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ নৌবাহিনী বিডিআর হত্যায় দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা লন্ডনে জমিয়ত নেতাদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল জাতীয়করণ হচ্ছে ৫৫০ ইমাম-মুয়াজ্জিনের চাকরি বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতা ২ ডিসেম্বর আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশ পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ

দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংর্ঘষে বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সাত জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আহতদের অনেকে প্রথমে স্থানীয় পপুলার হাসপাতালে নেয়।

সেখান থেকে বিকালে ঢামেক হাসপাতাল আনা হয়েছে। 
আহতরা হচ্ছেন, আদিব, লিয়ন, ফজলে হাসান, রাজিন, নাজমুস সাকিব, আহসান শামীমসহ ৭ জন। 

সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত আহসান শামীম (১৮)। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদের কলেজের অদূরে বাস থেকে নামার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়া।

তাদের ছরিকাঘাতে সিটি কলেজের অন্তত ১৪/১৫ জন আহত হয়। সেখান থেকে পপুলার হাসপাতালে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢামেক হাসপাতালে আসা হয়।
তিনি অভিযোগ করেন, ‘শুনেছি গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে, কে বা কাহারা মারধর করছে।

তা আমি জানি না। কিন্তু ওই কলেজের ছেলেরা আমাদের ওপর হামলা করেছে।’ 
অপর দিকে, ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে হাসান বলেন, ‘গতকাল আমাদের কলেজের  ইন্টারমিডিয়েট পড়ুয়া ছোটভাইদের মারধর করে অশ্লীল ছবি ধারণ করেছে। এসব নিয়ে আজ তাদের সাথে সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। আমি তাদের ফিরাতে গিয়েছিলাম। তখন আমি আহত হই।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ