সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘আগামীতে সংসদ-সচিবালয় সব চলবে কোরআন দিয়ে’ বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় কানাডা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ নৌবাহিনী বিডিআর হত্যায় দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা লন্ডনে জমিয়ত নেতাদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল জাতীয়করণ হচ্ছে ৫৫০ ইমাম-মুয়াজ্জিনের চাকরি বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতা ২ ডিসেম্বর আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশ পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ

তাপপ্রবাহে জনসাধারণের জন্য মসজিদ খোলা রাখার নির্দেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চলমান তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় রাজধানীর মসজিদগুলোর প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

রোববার ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তাপদাহের কারণে জনদুর্ভোগ লাঘবে ডিএনসিসির প্রশাসক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, মসজিদ কমিটির সঙ্গে সমন্বয় করে আজ থেকেই মাগরিব পর্যন্ত মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে চিঠির মাধ্যমে এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসায় রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালের অধীনে একটি হিটস্ট্রোক সেন্টার চালু করা হয়েছে। এখানে তাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বইছে। শুক্রবার থেকে তা আরও প্রকট আকার ধারণ করেছে। এই তাপপ্রবাহ হঠাৎ কমার সম্ভাবনা না থাকায় নাগরিকদের নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে হচ্ছে।

এই পরিস্থিতিতে তাপপ্রবাহে আক্রান্তদের আশ্রয় ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে মসজিদ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ