সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় কানাডা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ নৌবাহিনী বিডিআর হত্যায় দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা লন্ডনে জমিয়ত নেতাদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল জাতীয়করণ হচ্ছে ৫৫০ ইমাম-মুয়াজ্জিনের চাকরি বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতা ২ ডিসেম্বর আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশ পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ কামালকে প্রথম প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই: পররাষ্ট্র উপ‌দেষ্টা

সচিবালয়ে চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনের আন্দোলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে সচিবালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন ব্যানার ও স্লোগানে নিজেদের ক্ষোভ জানান তারা।

আন্দোলনকারীদের কণ্ঠে শোনা যায়— ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’, ‘মানি না মানব না, ফ্যাসিবাদী কালো আইন’— এমন নানা প্রতিবাদী স্লোগান।

২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনের অংশ হিসেবে প্রণীত অধ্যাদেশের বিরোধিতা করে গত মে মাস থেকেই আন্দোলনে নেমেছেন তারা। এই অধ্যাদেশ অনুযায়ী, চারটি শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে।

কর্মচারীদের মতে, এই অধ্যাদেশ সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং এটি একটি একতরফা দমননীতির নমুনা। তারা বলছেন, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বর্তমানে সাত-আটটি ধাপ পার করতে হয়। নতুন অধ্যাদেশ এসব ধাপকে বাইপাস করে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সৃষ্টি করছে।

এর আগে, ঈদের ছুটির আগে তিন জুন পর্যন্ত চলা আন্দোলনের অংশ হিসেবে তারা সরকারের সাতজন উপদেষ্টার কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন। কর্মচারী নেতারা ঘোষণা দিয়েছিলেন— ১৫ জুনের মধ্যে দাবি না মানলে ১৬ জুন থেকে কঠোর আন্দোলন শুরু করবেন।

সেই ঘোষণারই অংশ হিসেবে সচিবালয়ের ভেতর-বাইরে বিক্ষোভ কর্মসূচি এখন আরও ব্যাপক ও সংগঠিত হয়ে উঠছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ