সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় কানাডা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ নৌবাহিনী বিডিআর হত্যায় দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা লন্ডনে জমিয়ত নেতাদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল জাতীয়করণ হচ্ছে ৫৫০ ইমাম-মুয়াজ্জিনের চাকরি বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতা ২ ডিসেম্বর আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশ পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ কামালকে প্রথম প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই: পররাষ্ট্র উপ‌দেষ্টা

যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রা, পুলিশের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাকরিচ্যুত ও কারাবন্দি বিডিআর সদস্যদের ন্যায়বিচারের দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। সোমবার সকালে জাতীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। তবে শাহবাগে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের এগিয়ে যাওয়ার পথ আটকে দেয়।

‘জাস্টিস ফর বিডিআর’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— পিলখানা হত্যাকাণ্ডের মামলার পুনঃমূল্যায়ন, নিরপরাধ কারাবন্দি সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের উপযুক্ত ক্ষতিপূরণসহ পুনর্বহাল।

বিডিআর সদস্যদের দাবি, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পূর্বের সরকার ষড়যন্ত্রমূলকভাবে অনেক নিরপরাধ সদস্যকে ফাঁসিয়েছে। দীর্ঘ ১৫ বছরেও তাদের মুক্তি বা পুনর্বহালের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকারের মেয়াদের ৯ মাস পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাদের। তদন্ত কমিশনের কাজেও নানা শর্ত আরোপ করে সীমাবদ্ধ রাখা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

পদযাত্রায় অংশ নেওয়া কারাবন্দি এক বিডিআর সদস্যের স্ত্রী বলেন, ‘আমার স্বামী নিরপরাধ, তিনি কোনোদিন কারও ক্ষতি করেননি। অথচ আজও তিনি কারাগারে। আমরা শুধু ন্যায়বিচার চাই।’

এ বিষয়ে পুলিশের রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ