সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় কানাডা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ নৌবাহিনী বিডিআর হত্যায় দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা লন্ডনে জমিয়ত নেতাদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল জাতীয়করণ হচ্ছে ৫৫০ ইমাম-মুয়াজ্জিনের চাকরি বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতা ২ ডিসেম্বর আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশ পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ কামালকে প্রথম প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই: পররাষ্ট্র উপ‌দেষ্টা

সাজানো জঙ্গি মামলা প্রত্যাহারের দাবিতে ওলামা মাশায়েখ পরিষদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরুণ আলেমদের বিরুদ্ধে “সাজানো জঙ্গি মামলা” প্রত্যাহার ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্থানে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাইখুল হাদীস হাফেজ মাওলানা ইউনুছ ঢালী এবং যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি রফিকুল ইসলাম আশরাফী ও মুফতি মঈনুদ্দীন খান তানভীর।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, আসিফ আদনান ও জাকারিয়া মাসুদসহ তরুণ ইসলামী দাঈদের বিরুদ্ধে করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা আরও বলেন, নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন—দেশে এখন কোনও জঙ্গি নেই। তাহলে কারা নতুন করে এই জঙ্গি নাটক সাজাচ্ছে, তা খতিয়ে দেখা দরকার। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এ ধরনের চক্রান্ত কোনোভাবেই বরদাশতযোগ্য নয়। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাঁড় করাতেই এই নাটক সাজানো হয়েছে বলে আমরা আশঙ্কা করি।

বক্তারা প্রশাসনের অভ্যন্তরে “ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের” দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি শামছুদ্দোহা আশরাফী বলেন, মুফতি রেজাউল করীম আবরার মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ। ২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সম্মুখভাগে ছিলেন, তাদের এখন কালিমালিপ্ত করা নতুন ষড়যন্ত্রের অংশ।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।”

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন— মাদ্রাসায়ে নূরে মদীনার মুহতামিম মাওলানা কামালউদ্দীন সিরাজ, দারুল উলূম ঢাকার মুহতামিম মুফতি আব্দুল আজিজ কাসেমী, বিশিষ্ট আলেম মাওলানা শাহজাহান আল হাবিবী, জামিয়া ফজলুল উলূমের মুহাদ্দিস মুফতি আবু দারদা কাসেমী, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মুফতি মাছুম মাহমুদী, মাওলানা ইমরান হুসাইন শরীয়তপুরী, মুফতি ওয়ালিউজ্জামান আরিফ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, মুফতি সাঈদ আহমদ, মুফতি ফেরদাউস আল আজাদ ও মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ