রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১১ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ইবনে শাইখুল হাদিস ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা পরস্পরের জীবনসঙ্গী হিসেবে সফলতার মন্ত্র ফখরুলের ‘দক্ষিণপন্থীদের উত্থান’ মন্তব্যে কড়া সমালোচনা ইসলামী আন্দোলনের মহাসচিবের পি আর পদ্ধতিতেই জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে: পীর সাহেব চরমোনাই  প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের কাগজপত্র বিতরণ শুরু বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত, সড়ক অবরোধ একা পারছি না, বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি: ধর্ম উপদেষ্টা জুলাই সনদে মাদরাসা ছাত্রদের স্বীকৃতিও দিতে হবে: গাজী আতাউর রহমান

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই জোটে’র সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অভ্যুত্থানের চেতনা ধারণকারী তরুণ আলেমদের সংগঠন ‘জুলাই জোটে’র উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি: গণঅভ্যুত্থান-২০২৪ থেকে নতুন বাংলাদেশের যাত্রা’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বুদ্ধিজীবী, বিশ্লেষক, শিক্ষক, ছাত্রনেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাওলানা জামিল সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী মোড় পরিবর্তনের সময়। এই আন্দোলন বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে সামনে এনেছে। তারা এই অভ্যুত্থানকে শুধুই রাজনৈতিক প্রতিবাদ নয়; বরং একটি নতুন রাষ্ট্রচেতনার সূচনা হিসেবে উল্লেখ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, তিনি বলেন, ‘মাদরাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অবসান ঘটিয়ে একটি মূল্যবোধভিত্তিক ও সহনশীল বাংলাদেশ গড়তে হবে। ইসলামপন্থা ও বাংলাদেশপন্থার সমন্বয়েই আগামীর রাষ্ট্রচিন্তা গড়ে উঠবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ইসলামের স্বার্থ একসাথে রক্ষা করাই আমাদের চূড়ান্ত কর্তব্য।’

বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন, আরেক কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, জবানের সম্পাদক রেজাউল করিম রনি, গবেষক ও চিন্তক সাইয়েদ আব্দুল্লাহ, ছাত্রনেতা নিজাম উদ্দিন, শাহরিয়ার শিমুল ও তরুণ আলেম প্রজন্ম ২৪-এর সভাপতি মাওলানা এহসানুল হক। সভা মূখ্য হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কবি মূসা আল হাফিজ।

জুলাই জোটের অন্যতম উদ্যোক্তা মাওলানা মাবরুরুল হক স্বাগত বক্তব্য রাখেন আর আরেক উদ্যোক্তা মাওলানা সাইফুল্লাহ তামিম কওমী স্বীকৃতির বাস্তবায়ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সেমিনারে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদ হাসান, মাওলানা সাজিদ আব্দুল্লাহ, জনাব সালাউদ্দিন সবুজ, মাওলানা আনাস বিন ইউসুফ, মাওলানা ইকরামুল মারজানসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সচেতন নাগরিকবৃন্দ।

সেমিনারের শেষ দিকে জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোন স্কুলের শহীদদের স্মরণে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ