সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় কানাডা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ নৌবাহিনী বিডিআর হত্যায় দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা লন্ডনে জমিয়ত নেতাদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল জাতীয়করণ হচ্ছে ৫৫০ ইমাম-মুয়াজ্জিনের চাকরি বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতা ২ ডিসেম্বর আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশ পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ কামালকে প্রথম প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই: পররাষ্ট্র উপ‌দেষ্টা

শাহবাগ অবরোধকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারী ‘জুলাই যোদ্ধাদের’ একটি পক্ষকে পুলিশ Saturday (০১ আগস্ট) সন্ধ্যায় ছত্রভঙ্গ করে শাহবাগ থেকে সরিয়ে দিয়েছে। একই সঙ্গে অবরোধকারীদের মঞ্চও অপসারণ করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে পরিচিত একটি প্ল্যাটফর্ম শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল। তাদের প্রধান দাবিগুলো ছিল—জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই ঘোষণাপত্র দ্রুত স্থায়ী বিধানে অন্তর্ভুক্তকরণ, শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করা।

অবরোধ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেয়, যেমন ‘জুলাই নিয়ে টালবাহানা চলবে না’ এবং ‘জুলাই সনদ দিতে হবে’। অবরোধের ফলে শাহবাগ মোড় ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে ওই ‘জুলাই যোদ্ধাদের’ আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। উত্তেজনা কমাতে পুলিশ উভয় পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।

শনিবার সন্ধ্যায় পুলিশ আবার অভিযান চালিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে এবং মঞ্চ অপসারণ করে।

অবরোধকারীদের দাবি ছিল, জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া, শহীদ পরিবারের প্রতি আজীবন সম্মান ও কল্যাণ নিশ্চিত করা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, বিশেষ আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক মানদণ্ডে দমন-পীড়নের বিচারসহ স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন।

এ সময় রবিউল নামের এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুদিন পরপর সড়ক অবরোধ হয়, আর আমাদের মতো সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ