রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

ধর্ম উপদেষ্টার সাথে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাৎ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ সাখাওয়াত হোসেন :

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ খালিদ হোসেন এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির এক প্রতিনিধি দল। 
শনিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন এর মিলনায়তনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

শিক্ষক প্রতিনিধি দল এসময়ে ধর্ম উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রয়োজনীয় বিষয়ে মতবিনিময় করে "বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি" রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করেন।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং মতবিনিময় সভা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার ও আন্তরিক ধন্যবাদ জানান শিক্ষক সমিতি। 

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আল আমিন এর নেতৃত্বে  শিক্ষক প্রতিনিধি দল এ সাক্ষাৎ করেন। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাজমুস, নঁওগা জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন, সিরাজগঞ্জ জেলার কোষাধ্যক্ষ মুফতী ইয়াকুব আলী ও চাপাই নবাবগঞ্জ জেলার মাওলানা মোঃ আব্দুস সামাদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ