রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

কাওয়ালী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলায় আহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আটক দুই ছাত্রলীগ কর্মী

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাদের উদ্যোগে শহীদদের স্বরণে অনুষ্ঠিত কাওয়ালী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে আয়োজক সংগঠনের ১৬ জন আহত হয়েছেন।

হামলায় গুরুতর আহতরা হলেন, শাওন, রাসেল মাহমুদ, রিফাত, আব্দুল রিফাত, মাহমুদুর রহমান ও পারভেজ হোসেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী সরকারি কলেজে এই ঘটনা ঘটে।

হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, টঙ্গীর আলহামরা গার্ডেন এলাকার জালাল উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন সাদিক(২১) ও খা পাড়া এলাকার মো. এনামূল হকের ছেলে মামুন মিয়া (১৭)।

আয়োজকদের একজন আবু হানিফ জানান, ‘বৃহস্পতিবার শহীদদের স্বরণে দ্রোহের গান ও কাওয়ালী অনুষ্ঠান চলাকালে বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করে ৩০/৪০ জন ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অনুষ্ঠানে হামলা চালিয়ে আমাদের ১৬ জনকে আহত করে। আহতদের প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পর গুরুতর চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার সময় আয়োজকরা দুই আক্রমণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক দুই জন ছাত্রলীগ কর্মী।’

এ ঘটনায় পারভেজ হোসেন বাদী হয়ে ৪০ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলার আবেদন করেছেন বলে জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ