সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

উদ্ধার ৭ টুকরো লাশের পরিচয় মিলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরের লেক থেকে ৭ টুকরো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম জমিস উদ্দিন (৫৯)। জসিম উদ্দিন নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকার চাঁদ ডাইয়িংয়ের মালিক। এর আগে গত ১০ নভেম্বর বিকেল থেকেই জসিম উদ্দিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের ছেলে ওবায়দুল ইসলাম শিবু বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় জসিম উদ্দিনের নিখোঁজ হওয়ার একটি সাধারণ ডায়েরি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পূর্বাচলের ব্রাক্ষ্মনখালী লেকে পলিথিনে মোড়ানো লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পলিথিন থেকে ৭ টুকরো করা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে নিহতের পরিবার শনাক্ত করে জানান উদ্ধার লাশটি জসিম উদ্দিনের। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাধায়ণ ডায়েরিতে শিবু জানান, তারা পুরো পরিবার রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে বসবাস করেন। জসিম উদ্দিন নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকার চাঁদ ডাইয়িংয়ের মালিক। গত ১০ নভেম্বর বিকেল ৪টার দিকে গুলশান-২ এর ল্যান্ডভিউ এলাকায় গাড়ির ড্রাইভার তাকে নামিয়ে দেন। এরপর থেকেই তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরে তিনি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ