সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

রংপুর বিভাগীয় হাতের লেখা প্রতিযোগিতায় লালমনিরহাট প্রথম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমনিরহাট প্রতিনিধি

সুন্দর ঝকঝকে এবং স্পষ্ট হাতের লেখা প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাট। লালমনিরহাট শহরের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রাউফুল ইসলাম প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করে। রংপুর সিটি মডেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হাতের লেখা প্রতিযোগিতা হয়। এতে রংপুর বিভাগের ৮ জেলা থেকে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অ্যাসোসিয়েশনটির মহাসচিব আমজাদ হোসেনের স্বাক্ষরিত ফলাফলে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলকে প্রথম, দিনাজপুর শিশু কানন স্কুল ও কুড়িগ্রাম সেন্ট্রাল কলেজিয়েট স্কুলকে যৌথভাবে দ্বিতীয় এবং রংপুরের সৃজনশীল মডেল পাবলিক স্কুলকে তৃতীয় ঘোষণা করা হয়।

প্রথম স্থান অর্জন সম্পর্কে জানতে চাইলে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা গণমাধ্যমকে জানান, আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় আজকের এ অর্জন। পড়াশোনার পাশাপাশি হাতের লেখাকে শিল্পের পর্যায়ে পৌঁছে নিয়ে যাওয়াই আমাদের যে মূল লক্ষ্য- তা এই অর্জনকে ঘিরে অনেকটা বেগবান হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ