সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু নেজামে ইসলাম পার্টিসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরিশালের সভাপতিকে বহিষ্কার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

দাগনভূঞায় জামায়াতের কর্মী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর,পূর্বচন্দ্রপুর ও রাজাপুর ইউনিয়ন  জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার রামনগর কেএমসি  উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় ও আমুভূঞার হাট হাসানীয়া দাখিল মাদ্রাসা মাঠে এবং কোরাইশ মুন্সি বাজারে পৃথক তিনটি ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর মধ্যে সকালে রামনগর ইউনিয়ন জামায়াতের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য এবং নোয়াখালী জেলার সাবেক আমির মাওলানা আলা উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সোনাগাজী-দাগনভূঞা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা.  মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, জামায়াত ইসলামী জেলা মজলিশের শুরা  ও কর্ম পরিষদ সদস্য, ফেনী জেলা পেশাজীবী পরিষদ সভাপতি আবু বকর ছিদ্দিক মানিক, দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামী আমীর, ফেনী জেলা শুরা সদস্য  মাওলানা গাজী ছালেহ উদ্দীন, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, জায়লস্কর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান।

স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আহছান উল্যাহর সভাপতিত্বে সহ-সেক্রেটারি মাস্টার নেয়ামত উল্ল্যাহর সঞ্চালায় এতে আরও  বক্তব্য দেন- দাগনভূঞা উপজেলা মজলিশে খেলাফত সেক্রেটারি মাওলানা মাকছুদের রহমান, ডাক্তার মনির আহাম্মেদ, আহছান হাবিব, দেলোয়ার হোসেন মিঠু, নুরুল হুদা, ডা. মোহাম্মদ আনোয়ারুল কবির, এনামুল হক, হাফেজ মহিউদ্দিন, জহির উদ্দিন আল বাবর, সাইফুল ইসলাম রিপন প্রমুখ।

বিকালে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামীর সহ-সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী সালাউদ্দীন।

একই সময় উপজেলার রাজাপুরের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী। সন্ধ্যায় ওই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা জামায়াত ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ