সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কাঁলাচাদপুর গ্রামের শিশু শাহিন ফকির (১০) হত্যা মামলায় এক নারীসহ একই পরিবারের পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি।

দণ্ডপ্রাপ্তরা হলেন- লোহাগড়ার কালাচাঁদপুর গ্রামের শিমুল (৪৪) ও তার মা শামীমা বেগম (৬৯), সৈয়দ জাহাঙ্গীর (৬৯) ও তার দুই ছেলে সৈয়দ জাহিদুর রহমান মিঠু (৪৪) ও  সৈয়দ লিটন (৪১)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নড়াইলের নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের প্রবাসী শওকত ফকিরের ১০ বছরের শিশু শাহিন ফকির নিখোঁজ হয়। এরপর ৩০ সেপ্টেম্বর তার গলিত মরদেহ একই গ্রামের একটি পুকুর পাড়ের গর্ত থেকে উদ্ধার করা হয়। অভিযোগ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের কারণে শাহিনকে হত্যা করে মরদেহ গুম করার অপচেষ্টা করা হয়।

এ সময় শাহিনের বাবা বিদেশ থাকায় তার চাচা মিজানুর রহমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা করেন। এ ঘটনায় বুধবার আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ