সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

নওগাঁয় ২ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবক ও পুকুরপাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নওগাঁর মান্দা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় যুবকের ও নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম বাবু (৩২) গোপালগঞ্জ জেলা সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অন্যদিকে নিহত বৃদ্ধ রতন চন্দ্র মদক (৬১) জেলার মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার বাসিন্দা।

নিহত যুবক শফিকুল ইসলাম বাবুর মা শেফালী বেগম বলেন, আমার ছেলে ঢাকার গাবতলী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। গত সোমবার শ্বশুরবাড়ি পাবনা যাওয়ার কথা বলেছিল। এরপর গত দুই দিন ধরে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার নওগাঁর মান্দা থানা পুলিশের মাধ্যমে ছেলের লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারি।

অপরদিকে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকায় পুকুরপাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুটি লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নিহত যুবকের কাছে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ