সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

আলমডাঙ্গায় আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায়  পাঠাগার কক্ষে এ উপলক্ষে সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন কারীম থেকে তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ।

এরপর আন্তর্জাতিক আরবি ভাষা দিবসের প্রেক্ষাপট ও আরবি ভাষার ইতিহাস আলোচনা করেন কাজল আহমেদ। সংশ্লিষ্ট বিষয়ে আরও আলোচনা করেন ইমদাদুল হক ও মুহাম্মাদ নাঈম। আরবি কবিতা পাঠ করেন মুহাম্মাদ আব্দুল্লাহ, আরবি কবিতার ইংরেজি অনুবাদ পাঠ করেন নাদিউজ্জামান রিজভী, স্বরচিত কবিতা পাঠ করেন  তামিম হোসেন, বাংলা কবিতা পাঠ করেন বেলায়েত হোসেন বিপু ও কৌশিক। অনুভূতি ব্যক্ত করেন ডালিম হোসেন, সোহেল রানা, মাসুদ রানা ও আব্দুল্লাহ ইবতিসাম।

নিমগ্ন পাঠাগার কর্তৃক আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন, সাদিব আল মাহমুদ প্রান্ত, তামজীদ হাসান আবির, মো: নাসিম ও মুহাম্মদ মাহফুজ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে প্রতি বছর ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৯০ নং সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ ১৯৭৩ খ্রিষ্টাব্দের এই দিনে জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা এবং জাতিসংঘের দাপ্তরিক কার্যক্রম সমূহের ব্যবহারিক ভাষা হিসেবে গৃহীত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'আরবি ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা'।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ