সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

হাফেজকে কুপিয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

নেত্রকোনায় পূর্ব শত্রুতার জের ধরে নামাজের অজু করার সময় আনোয়ার নামে এক হাফেজকে কুপিয়ে হত্যার ঘটনায় রাজা মিয়া (২২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুরা গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে। এছাড়া অভিযুক্ত আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায়, তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২১ জুন বিকেলে মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুরা গ্রামে আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার নামাজ পড়ার উদ্দেশ্যে পুকুর পাড়ে বসে অজু করছিলেন। ওই সময় তাকে দেখে রাজা মিয়া তার হাতে থাকা ‘দা’ দিয়ে আনোয়ারের ঘাড়ে কোপ দেন। পরে আনোয়ার দৌড়ে তার বাড়ির দিকে যেতে চাইলে আরেক আসামি ইছব মিয়া (২৭) আনোয়ারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন রাজা মিয়া তার হাতে থাকা ‘দা’ দিয়ে আবারও আনোয়ারকে কুপিয়ে গুরুতর জখম করে। পুনরায় আনোয়ার বাড়ির দিকে আসতে চাইলে অপর আসামি শফিকুল ইসলাম (৩০) তার হাতে থাকা ‘দা’ কোপ দিলে আনোয়ার হাত দিয়ে তা ফেরাতে গেলে তার বাহুতে লেগে জখম হয়।

এসময় আনোয়ারের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২২ জুন রাতে আনোয়ারের মৃত্যু হয়। এ ঘটনায় আনোয়ারের বাবা মো. ফজলুল করিম ২৩ জুন বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ