কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক সবক প্রদান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) বিকাল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ নুরুল্লাহ এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর অধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ হিফজুর রহমান। তিনি শিক্ষার্থীদের সবক প্রদান করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলাউদ্দিন, রাজামেহার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আবু ইউসুফ, বিশিষ্ট শিক্ষানুরাগী এ.টি.এম মজিবুর রহমান বিএসসি, গল্লাই নবাবপুর আবেদানূর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইদুল ইসলাম এবং মাওলানা মোঃ রাইহান ছিদ্দিকী।
আলোচনায় বক্তারা বলেন, দীনি শিক্ষা শুধু আখেরাতের জন্য নয়, ইহকালেও সফলতার পথ। মাদরাসাগুলো ইমানদার, আদর্শ মানুষ তৈরির কারখানা। ফেরেশতারা পর্যন্ত মাদরাসার শিক্ষার্থীদের জন্য দোয়া করেন, যা ইসলামী শিক্ষার গুরুত্ব আরও স্পষ্ট করে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ড. হিফজুর রহমান বলেন, “বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা ইসলামের মৌলিক আকিদা ও কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এটি একটি যুগোপযোগী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।”
প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী বলেন, “এই মাদরাসায় দীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ব্যবস্থাও রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতেই আমাদের এই প্রচেষ্টা।”
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান।
এসএকে/