সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

 ১০ হাজার ফিলিস্তিনি শিশুর দায়িত্ব নিতে চায় বাংলাদেশি প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে ইহুদীদের বর্বরোচিত হামলায় অনেক শিশু পরিবার হারা হয়েছেন। অনেক শিশু আহত হয়ে চিকিৎসার জন্য কাতরাচ্ছেন। আবার অনেকেই মা-বাবাকে হারিয়ে অমানবিক জীবন যাপন করছেন। বাংলাদেশ সরকার ফিলিস্তিনে মা-বাবা হারা শিশুদের আমাদের কাছে নিয়ে এলে ফেনীর আল হুদা ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার শিশুর দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আলাউদ্দিন নূরী। 

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ফেনী জেলা ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে মুসলমানদের ওপর বর্বরোচিত ও নৃশংস গণহত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

শুক্রবার জুমার নামাজের পর শহরের ট্রাংক রোডে ফেনী জহিরিয়া মসজিদের ইমাম ও খতিব, ফেনী জেলা ইমাম পরিষদের আহ্বায়ক মুফতি ইলিয়াস বিন নাজেমের সভাপতিত্বে এবং পৌর ইমাম পরিষদের সদস্য সচিব মাওলানা আজিজ উল্লাহ আহমদীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফেনী জেলা ইমাম পরিষদের সদস্য সচিব মাওলানা আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাওলানা মীর হোসাইন, দারুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ফায়রুজ, ইসলামী আন্দোলন ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভুঁইয়া, হেফাজতে ইসলাম ফেনী জেলা প্রচার সম্পাদক মাওলানা ওসমান গনি, আল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আলাউদ্দিন নুরী, খেলাফত মজলিশ ফেনী জেলার সিনিয়র সহসভাপতি ও শর্শদী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হায়দার, ইসলামী ছাত্র মজলিশ ফেনী জেলা সহসভাপতি নাদের চৌধুরী, ইসলামী ছাত্র মজলিশ ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আবুল বশর, ছাত্র প্রতিনিধি আবদুল কাইউম সোহাগ প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ