বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

ফেনীতে এইচএসসি বিদায় অনুষ্ঠান, দোয়া-মিলাদের পরই নাচ-ধূমপান   

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শ্রেণিকক্ষে গানের তালে তালে নাচছে কিছু শিক্ষার্থী, কেউ ছাড়ছে সিগারেটের ধোঁয়া। এরই মধ্যে কেউ কেউ প্রদর্শন করছে অ'শ্লী'ল অঙ্গভঙ্গি—এইচএসসির বিদায় অনুষ্ঠানের দৃশ্য এটি। ঘটনা ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের।

গত মঙ্গলবার (২৪ জুন) সকালে ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে কলেজে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল। মিলাদ শেষে শ্রেণিকক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কিছু শিক্ষার্থী, যেখানে প্রকাশ্যে ধূমপান ও নাচানাচির এই ঘটনা ঘটে।

শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জায়গায় শিক্ষার্থীদের এমন কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয় অনেকেই বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনৈতিক ও বেপরোয়া আচরণ শিক্ষার পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এমন কাণ্ডে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের পাশাপাশি এলাকার ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে। এসব নেতিবাচক কাজে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এখন মাদকাসক্ত ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এ কলেজ। 

এ ব্যাপারে দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুলকুতের রহমান বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কলেজের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যেই অনুষ্ঠান শেষ হয়। পরে কিছু শিক্ষার্থী নিজেরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বিষয়ে অবগত হয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের অভিভাবকসহ ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ