শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনায় খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নেত্রকোনা প্রতিনিধি ||

ফিলিস্তিন ও ইরানে ইসরাইলের সাম্প্রতিক হামলা ও বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) জুমার নামাজ শেষে হেফাজত চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি হেফাজত চত্বর থেকে শুরু হয়ে তেরীবাজার মোড়, ছোট বাজার, শহীদ মিনার ও বড় বাজার হয়ে আবার হেফাজত চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আসআদুর রহমান আকন্দ ও মাওলানা মাজহারুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হুসাইন, মাওলানা আসআদুর রহমান, মাওলানা ডা. ইসহাক, মুফতি নুরুজ্জামান, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম ছালেহ, মাওলানা আবু বকর সিদ্দিকী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা যুবায়ের চৌধুরী, মাওলানা সারোয়ার হামিদী, মাওলানা সুহাইল, মাওলানা নূরুল আলম মঞ্জুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের ওপর ইসরাইল যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। সম্প্রতি ইরানেও ইসরাইলের হামলা এই আগ্রাসনের পরিসর আরও ভয়াবহ করে তুলেছে। অথচ জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক।

বক্তারা আরো বলেন, বিশ্বের যেখানেই নির্যাতিত মুসলমানদের রক্ত ঝরবে, আমরা তাদের পাশে আছি এবং প্রয়োজনে রক্ত ও জীবন দিয়ে তাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখব ইনশা আল্লাহ। একইসঙ্গে ইসরাইলি ও মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানান তারা।

পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও নির্যাতিত ফিলিস্তিন-ইরানসহ বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ