শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

ভৈরবে স্কুল অফিসে ঢুকে প্রধান শিক্ষককে হেনস্তা যুবলীগ নেতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে রোববার (২৯ জুন) দুপুরে, অভিযুক্ত ব্যক্তির নাম মো. আজিম রানা ভূঁইয়া। তিনি গজারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং পূর্বকান্দা গ্রামের মো. এলাছ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক এ কে এম মাসুদ রানা অভিযোগ করে বলেন, কোরবানির ঈদের ছুটিতে আজিম রানা অনুমতি ছাড়াই স্কুলের পানির ট্যাংকে পাইপ সংযোগ দিয়ে পুকুরে পানি সরবরাহ করেন, যার ফলে পাম্পটি পুড়ে যায়। বিষয়টি আজিম রানার মায়ের কাছে বিচার দিলে, তিনি স্কুলে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং শার্টের কলার ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অন্য শিক্ষকরা এগিয়ে এসে দরজা বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে।

বিষয়টি জানতে অভিযুক্ত যুবলীগ নেতা আজিম রানা ভূঁইয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। স্কুল চলাকালীন এ ধরনের আচরণ বরদাশতযোগ্য নয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করি। তাকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ