শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেলা–উপজেলায় আন্দোলন জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ খেলাফত মজলিসের খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে ওয়াকফকৃত স্থানে মডেল মসজিদ চালুর দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত (নির্ধারিত) জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (৩০) দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, ২০১৮ সালে নাগরপুরে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবনা আসে। নিয়ম অনুযায়ী কমপক্ষে ৪০ শতাংশ জায়গা ইসলামি ফাউন্ডেশনের নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী নাগরপুর ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের জমি ইসলামি ফাউন্ডেশনের নামে ওয়াক্ফ করে দেয়। এরপর সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হলে মসজিদটি অন্যত্র নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু শর্ত অনুযায়ী জায়গায় পাওয়া না গেলে তা নির্মাণ করা সম্ভব হয়নি।

সম্প্রতি স্থানীয় কতিপয় বিএনপি নেতা নাগরপুর নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। ভিত্তিফলক উন্মোচন করার জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসককে গত ২৬ জুন বৃহস্পতিবার উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু জেলা প্রশাসক শরিফা হক তিনি ভিত্তিফলক উন্মোচন করেননি।

এদিকে, বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকরের সৃষ্টি হয়েছে। মডেল মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় স্বত্বেও এভাবে কলেজ চত্বরে মসজিদ নির্মাণের বিষয়টি নাগরপুরের সাধারণ মানুষ মেনে নিচ্ছে না।

মানববন্ধনে বক্তব্য দেন- প্রস্তাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য তাজউদ্দীন, শিক্ষক মিজানুর রহমান মিজান, শিক্ষক আজিজুর রহমান, কলেজের শিক্ষার্থী শাহাদত হোসেন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ