বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

নোয়াখালীর কালিতারায় নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় ১৫ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে আগামী ১৫ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ষান্মাসিক জোড়।

আয়োজক সূত্রে জানা গেছে, এই জোড় অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, কালিতারা নূরানী তা’লীমুল কুরআন বোর্ড মাদরাসা, কালিতারা বাজার, নোয়াখালী সদর-এ। জোড়ে প্রশিক্ষণ দেবেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক, মাওলানা কালিমুল্লাহ জামিল ও মাওলানা ইসমাঈল বেলায়েত।

জোড় সম্পর্কে মাওলানা ইসমাঈল বেলায়েত বলেন, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত নূরানী মাদরাসাসমূহের পড়ালেখার মানোন্নয়নের লক্ষে প্রতি বছরই জেলাভিত্তিক ষান্মাসিক জোড় আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় নোয়াখালীতে এই ষান্মাসিক জোড় হবে।

প্রশিক্ষণে অন্যান্য অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য হাফেজ আমিনুল হক, প্রশিক্ষক মাওলানা আব্দুর রশীদ তারেক।

অনুষ্ঠান বাস্তবায়ন করছে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (নোয়াখালী জেলা কমিটি)।

যোগাযোগ: নোয়াখালী জেলা বোর্ড সভাপতি মাওলানা হারুনুর রশিদ ০১৭১৫৬৭৭৫৩৫ সেক্রেটারি নুরুল আমিন (জসিম) ০১৮২৫২০৯৭২৭

যাতায়াত: দেশের যেকোনো প্রান্ত থেকে মাইজদী সোনাপুর হয়ে রিকশাযোগে কালিতারা বাজার নূরানী ট্রেনিং সেন্টার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ