বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

মসজিদে খতিবের ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব আ ন ম নূর রহমান মাদানীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইমাম পরিষদ।

রোববার (১৩ জুলাই) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন মসজিদের ইমামরা।

এ সময় জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহবুবুর রহমান বলেন, হামলাকারী পূর্ব পরিকল্পিতভাবে ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। যারা হামলাকারীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নিয়েছেন, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কেউ এ ধরনের দুঃসাহস না দেখায়।   

এতে আরও বক্তব্য দেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ ফরিদী, বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম ও মাওলানা লেয়াকত হোসাইন।

শুক্রবার জুমার নামাজ শেষে সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব আ ন ম নূর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বিল্লাল হোসেনের বিরুদ্ধে। এরপরই তাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় খতিবের ছেলে আফনান তাকী বাদী হয়ে মামলা করেছেন।

আ ন ম নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। অপরদিকে বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় তিনি বসবাস করেন এবং সবজির ব্যবসা করেন। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ