শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গিয়াস রনি (নোয়াখালী প্রতিনিধি)

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মেঘা খাল থেকে মানসিক বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম আরিফ হোসেন (১৩)। সে উপজেলার বদলকোট ইউনিয়নের পরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা জামাল হোসেনের ছেলে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয়রা উপজেলার মেঘা খালে মরদেহটি ভেসে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিল এবং মাঝে মধ্যে রাতের বেলায় বাড়ির বাইরে অবস্থান করত। তবে প্রতিবারই সে সকালে নিজে বাড়ি ফিরে আসত। গত শনিবার রাতেও সে বাড়িতে না ফেরায় পরদিন থেকে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।

খবর ছড়িয়ে পড়লে ফেসবুকে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে নিহতের বাবা প্রথমে শনাক্ত করতে না পারলেও পরে মা থানায় এসে মরদেহ দেখে ছেলেকে শনাক্ত করেন।

নিহতের এক স্বজনের দাবি, “আরিফ হয়তো কোনো ঘরে ঢোকার চেষ্টা করেছিল, তখন কেউ পিটিয়ে মেরে খালে ফেলে দিয়েছে।”

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান,

“শিশুটির মরদেহ খালের পানিতে উপুড় হয়ে ছিল। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে, মুখমণ্ডল বিকৃত হয়েছে। এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন মেলেনি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ