বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

পরকীয়ার জেরে স্বামী হত্যা: স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নিহতের স্ত্রী রিমা আক্তার, তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুম এবং সহযোগী আবদুল কাইয়ুম। রায় ঘোষণার সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের তেলিপাড়া এলাকায় জয়নাল আবেদিন ওরফে কালা মিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি নগরীর হালিশহর এলাকায় ফল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তদন্তে উঠে আসে, পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রী রিমা আক্তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুমের সহায়তায় পরিকল্পিতভাবে স্বামী জয়নালকে হত্যা করেন। হত্যার পর মরদেহ স্থানীয় একটি পুকুরে ফেলে দেওয়া হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন রিমা ও শাহাদাত। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৬ অক্টোবর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সীতাকুণ্ড থানা পুলিশ।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল জানান, মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের সর্বোচ্চ সাজা—মৃত্যুদণ্ড প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ, তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ