শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

‘জুলাইয়ে উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত দিয়ে হকের পথে ছিলেন’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজাবাড়ী ইউনিয়নের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজাবাড়ী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে হাজারো তাওহিদী জনতা অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এদেশের স্বৈরাচারবিরোধী সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায়। উলামায়ে কেরাম ও ইসলামপন্থী ছাত্ররা সে সময় বুকের তাজা রক্ত দিয়ে হকের পথ রক্ষা করেছিলেন। আজকের প্রজন্মকে সেই ইতিহাস স্মরণে রেখে ইসলামি রাজনীতির পতাকা শক্ত করে ধরতে হবে।

বিশেষ অতিথি জমিয়তের সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে জমিয়তের অবদান অপরিসীম। আমাদের কাফেলা আজও সে লক্ষ্যেই চলমান। নতুন প্রজন্মকে ইসলামি চেতনায় প্রস্তুত করে তুলতে হবে।

প্রধান আকর্ষণ ছিলেন শ্রীপুর উপজেলার জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দীক মোড়ল, যিনি রাজনীতিতে আদর্শ ও তাকওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন রাজাবাড়ী ইউনিয়ন সভাপতি মুফতি রহমতুল্লাহ ইব্রাহিমী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মুফতি শাহাদাত হোসাইন, মুফতি মাহমুদুল হাসান সজল, মুফতি মাহীদুল ইসলাম, মুফতি মাহাদী হাসান মাদানী, জাহাঙ্গীর আলম, মুফতি আতাউল্লাহ কাসেমী, মুফতি আকরাম শেখ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি শাকিল মোড়ল, মুফতি নাছিম খান, মুফতি ছফিউল্লাহ কাসেমী, মুফতি কাউসার আহমেদ, মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ।
সম্মেলন শেষে গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ