শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাবনার আমিনপুরে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মোজাম্মেল হোসেন (৫৫) নামে এক ভ্যানচালক নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের কাশিনাথপুরে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল আমিনপুর থানার সিন্দুরী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবেও দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে যাত্রী নিয়ে বাজারে এসে নিজ গ্রামে ফেরার সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয় এবং পরে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়—দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে কাশিনাথপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে রাস্তা পরিষ্কার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, “ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ