বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক গুরুতর আহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর জেলা প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গায় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় গুরুতর আহত হয়েছেন মাওলানা এনামুল হক (২৮) নামে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার এক শিক্ষক। তিনি উপজেলার মানিকদহ ইউনিয়নের মৃর্ধাকান্দা দারুল আরকাম মাদ্রাসায় কর্মরত ছিলেন।

বুধবার (১৬ জুলাই) দুপুরে ভাঙ্গা-ফরিদপুর সড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাদ্রাসা ছুটি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একটি অজ্ঞাত ট্রাক পাশ থেকে চাপা দিলে এনামুল হক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তার দুই হাঁটু ছুলে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

আহত শিক্ষক মাওলানা এনামুল হক বলেন, “মাদ্রাসা ছুটির পরে প্রতিদিনের মতো বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটি ট্রাক পাশ থেকে এসে ধাক্কা দিলে ছিটকে পড়ে যাই। আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছি।”

মাদ্রাসার হেড ইনচার্জ হাফেজ মাওলানা আবুল খায়ের জানান, “তিনি ক্লাস শেষে ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন। বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করছি।”

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন আহত শিক্ষকের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। একইসঙ্গে সমিতির ফরিদপুর জেলা শাখার দায়িত্বশীলদের আহত শিক্ষকের পাশে দাঁড়াতে আহ্বান জানান এবং দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ