বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

চবি শিক্ষার্থীদের বিক্ষোভ: ব্লগার ফারাবীর মুক্তির দাবিতে ৯ দফা উপস্থাপন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৈয়ব আহমেদ সিয়াম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)

ব্লগার শফিউর রহমান ফারাবীর নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে রবিবার (২০ জুলাই ২০২৫) দুপুর ১টায় এই সমাবেশ আয়োজন করে "চবিয়ান দ্বীনি পরিবার" নামক শিক্ষার্থী সংগঠন।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা ফারাবীর মুক্তি দাবির পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরেন, যার মধ্যে রাষ্ট্রে ধর্মীয় মূল্যবোধ রক্ষা, বাকস্বাধীনতার নামে ধর্ম অবমাননার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং কারাবন্দী ইসলামপন্থী লেখকদের মুক্তির দাবি অন্তর্ভুক্ত ছিল।

সমাবেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন,

“ফারাবী ভাইকে অভিজিৎ রায় হত্যাকাণ্ডে আটক করা হলেও, তিনি সরাসরি জড়িত ছিলেন না—এমন তথ্য উপস্থাপিত হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে তিনি বন্দী অবস্থায় রয়েছেন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তি পেলেও একজন নির্দলীয় মুসলিম লেখক হিসেবে ফারাবীর পক্ষে তেমন কোনো আওয়াজ দেখা যাচ্ছে না।”

তিনি আরও বলেন,

“আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র কল্পনা করেছিলাম, কিন্তু বাস্তবে এখনো তা সম্ভব হয়নি। জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে এখনই আওয়াজ তুলতে না পারলে, ভবিষ্যতে প্রতিটি নাগরিককেই জুলুমের মুখোমুখি হতে হবে।”

সমাবেশে "চবিয়ান দ্বীনি পরিবার" এর জিম্মাদার ও আরবি বিভাগের মাস্টার্স শিক্ষার্থী মো. আব্দুল্লাহ নয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. শফিউর রহমান ফারাবীর নিঃশর্ত মুক্তি।
২. ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
৩. পূর্ববর্তী সরকারের 'চিহ্নিত' কর্মকর্তাদের বিচারের আওতায় আনা।
৪. ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন কর্মকাণ্ড বন্ধে কঠোর আইন প্রয়োগ।
৫. সকল ইসলামপন্থী লেখক ও আলেমদের মুক্তি।
৬. মিথ্যা মামলার তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার।
৭. বাকস্বাধীনতার অপব্যবহারকারীদের শাস্তির আওতায় আনা।
৮. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্মবিরোধী বক্তব্যদাতাদের বহিষ্কার।
৯. ইসলামী মূল্যবোধভিত্তিক প্রশাসনিক সংস্কার।

সমাবেশে শিক্ষার্থীরা “নারায়ে তাকবীর—আল্লাহু আকবর”, “ফারাবীর মুক্তি চাই” ইত্যাদি স্লোগান দেন। সমাবেশ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দেশের সার্বিক কল্যাণ ও শান্তি কামনায় দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ