বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

টাঙ্গাইল জেলা নেতাদের সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুদৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা হেফাজতের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা রোববার (২০ জুলাই) বাদ আছর থেকে এশার নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বারিধারায় আয়োজিত এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল—টাঙ্গাইল জেলা হেফাজতের কমিটি পুনর্গঠন ও কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রোগ্রাম বাস্তবায়নের পাশাপাশি জেলাটিকে একটি আদর্শ সাংগঠনিক মডেল হিসেবে গড়ে তোলার বাস্তব পদক্ষেপ গ্রহণ।

সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ কেন্দ্রীয় নেতারা।

সভায় নেতারা টাঙ্গাইল জেলার হেফাজত নেতাদের উদ্দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি জোর আহ্বান জানান। বিশেষত টাঙ্গাইল জেলার উলামায়ে কেরামের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ব্যক্তিগত মতভেদ নিরসনের লক্ষ্যে আজকের আলোচনাকে কেন্দ্র করে বিরাট অগ্রগতি অর্জিত হয়।

দুপুরে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রতিনিধিত্বকারী প্রায় ১৭০ জন শীর্ষস্থানীয় আলেমের একটি বিশাল কাফেলা বারিধারায় পৌঁছালে, কেন্দ্রীয় নেতারা তাদের আন্তরিকতার সঙ্গে অভ্যর্থনা জানান। আলোচনা শুরু হওয়ার আগে অতিথিদের মধ্যাহ্নভোজ করানো হয়।

পরে কেন্দ্রীয় নেতারা আলোচনার মাধ্যমে স্থানীয় মতবিরোধগুলোর একটি পরিপূর্ণ, দিকনির্দেশনামূলক ও নিরপেক্ষ সমাধান প্রদান করেন, যা উভয়পক্ষ সন্তুষ্টচিত্তে গ্রহণ করেন। আলোচনার সফল সমাপ্তির পর অতিথিদের সম্মানে জামিয়া মাদানিয়া বারিধারার পক্ষ থেকে রাতের খাবার পরিবেশন করা হয়।

রাতেই উলামায়ে কেরামের বহর সম্মিলিতভাবে টাঙ্গাইলের উদ্দেশে বারিধারা ত্যাগ করেন।

এই মতবিনিময় সভাকে ঘিরে টাঙ্গাইলসহ সারাদেশের উলামায়ে কেরামের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় হেফাজতের সাংগঠনিক কার্যক্রম নতুন গতিপ্রবাহ লাভ করবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ